ডিপ্লোমা ইন ইলেক্ট্রনিক্স টেকনোলজি

 

আধুনিক বিজ্ঞানের প্রত্যেকটি আবিস্কারের পেছনে রয়েছে ইলেকট্রনিক্সের অবদান। এছাড়া স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে সকল প্রকার রোগ নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক্সের বিকল্প নাই।

কাজেই এই দ্রুত উন্নয়শীল সমাজে ইলেকট্রনিক্স টেকনোলজি একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের দৈনন্দিন জীবন প্রণালী ও বেঁচে থাকার মাধ্যম হিসাবে ইলেকট্রনিক্স
প্রতিনিয়তই নিজেকে হাজির করছে নতুন ভাবে। উন্নত জীবন যাপনের জন্য মানুষ প্রতিটি মুহুর্তেই ইলেকট্রনিক্সের উপর নির্ভর করে চলছে।

এক কথায় এই বিশাল পৃথিবীকে হাতের মুঠোয় আনা সম্ভব হয়েছে একমাত্র Electronics এর জন্য। খুব কম পরিসরে এক মাত্র ইলেকট্রনিক্সই পারে নিজের কর্মসংস্থান
নিজেই সৃষ্টি করতে। যেমন: IPS, UPS, VOLT STABILIZER, TV REMOTE, VCD, DVD, POWER SUPPLY ইত্যাদি ফ্যাক্টরী তৈরী করতে পারে। প্রত্যেকটি আবিস্কারের পেছনে রয়েছে ইলেকট্রনিক্সের প্রত্যক্ষ অবদান।

আমাদের ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপার্ট্মেন্ট সর্বাধুনিক সরঞ্জাম দিয়ে সাজানো। ছাত্র-ছাত্রীদেরকে অত্যান্ত দক্ষ প্রশিক্ষক দ্বারা ইন্ডাস্ট্রি লেভেলের প্রশিক্ষণ দেয়া হয়। এতে করে আমাদের ইন্সটিটিউট এর ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি ডিপার্ট্মেন্ট থেকে প্রতিবছর দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে এবং ইন্ডাস্ট্রিতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।